পদ্ম ফুল কোথায় পাওয়া যায় - পদ্ম ফুল কোন ঋতুতে হয়

আজ আমরা জানবো পদ্ম ফুল কোথায় পাওয়া যায় এবং পদ্ম ফুল কোন ঋতুতে হয় এ সম্পর্কে। এই ফল আকারে অনেক বড় হয় এবং খুব নরম কোমল পাপড়ি দিয়ে তৈরি ফুল এটি। এই ফুলের সুগন্ধ খুবই মিষ্টি এবং ফুলের ঊর্ধ্বমুখী হয়ে থাকে ফুলের মাঝখানে থাকে পরাগ। আমাদের অনেকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেন পদ্ম ফুল কোথায় পাওয়া যায় এবং পদ্ম ফুল কোন ঋতুতে হয় এ সম্পর্কে। চলুন কথা না বাড়িয়ে জেনে আসি পদ্ম ফুল কোথায় পাওয়া যায় এবং পদ্ম ফুল কোন ঋতুতে হয় এ সম্পর্কে বিস্তারিত তথ্য।
পদ্ম ফুল কোথায় পাওয়া যায় - পদ্ম ফুল কোন ঋতুতে হয়
আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলেপদ্ম ফুল কোথায় পাওয়া যায় - পদ্ম ফুল কোন ঋতুতে হয় সম্পর্কে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে জেনে আসি পদ্ম ফুল কোথায় পাওয়া যায় - পদ্ম ফুল কোন ঋতুতে হয় সম্পর্কে।

পেজ সূচিপত্রঃপদ্ম ফুল কোথায় পাওয়া যায় - পদ্ম ফুল কোন ঋতুতে হয়

পদ্ম ফুল কোন দেশের জাতীয় ফুল - পদ্ম ফুল কোন ঋতুতে হয়

আজ আমরা জানবো পদ্ম ফুল কোন দেশের জাতীয় ফুল এবং পদ্ম ফুল কোথায় পাওয়া যায়।ভারতের জাতীয় ফুলের নাম হল পদ্মফুল এবং এর ইংরেজি নাম হল লোটাস।ভারতীয়রা পদ্মফুল কে শুধু একটি ফুল মনে করেনা এটি তাদের জাতীয় ফল হিসেবে বিবেচিত। পুকুর খাল বিল নদীতে সৃষ্ট এই ফল ধর্মাবলম্বীরা সম্মান সম্প্রীতি ও অমরত্তের প্রতীক হিসাবে বিবেচনা করে থাকেন। এছাড়া সনাতন ধর্ম বিশ্বাস করেন এই পদ্মফুলে দেবী বসবাস করেন।

এছাড়া কাদা মাটিতে জন্মানো এই ফুলকে সনাতন ধর্মাবলম্বীরা মন এবং আত্মার বিশুদ্ধতার প্রতীক হিসেবে মনে করেন। এছাড়া পদ্মফুল শুধু ভারতের জাতীয় ফুল নয় এটি ভিয়েতনামের জাতীয় ফুল হিসেবে বিবেচিত। এছাড়া মিশরের মানুষেরা ভাবেন যে পদ্মফুল সূর্যদেবতার প্রতিকৃতি হিসাবে। বাংলাদেশের প্রায় প্রতিটি প্রতিকৃতি অর্থাৎ হাওর-বাওর খাল-বিল নদী-নালা ফুল ফোটে। বর্ষা মৌসুমে ফুল ফোটা শুরু হয়।
পদ্ম ফুল কোথায় পাওয়া যায় এর একটি সরল উত্তর হল খাল-বিল নদী-নালা সহ বিভিন্ন স্থানে।শরৎ হেমন্ত পর্যন্ত অতিরিক্ত পরিমাণে বিভিন্ন জলাশয়ে ফুল দেখা যায়। এছাড়া এই ফুলের বাহার এবং সৌন্দর্য গন্ধ অতুলনীয়।

পদ্ম ফুলের বৈশিষ্ট্য - পদ্ম ফুল কোথায় পাওয়া যায়

এই পোস্টটি থেকে আমরা জানতে পারব পদ্ম ফুল কোথায় পাওয়া যায় এ বিষয়েফুলের আকার অনেক বড় অসংখ্য নরম পাপড়ি সম্বলিত এই ফুলফুলে ঊর্ধ্বমুখী মাঝে অবস্থিত। ফুটন্ত সাদা ও ফুলে মিষ্টি গন্ধ ছড়ায় যা খুবই গ্রামবাংলার মানুষের কাছে প্রিয় একটি সুগন্ধি। এছাড়া এবং ভোর থেকে সকাল পর্যন্ত এ ফুল আকার বৃদ্ধি পেতে থাকে এবং সারাদিনের প্রখরতায় পর্যন্ত থাকে।বাংলাদেশের প্রতিটি জলধারা পুকুর নদী খাল-বিল হাওর-বাঁওড় ইত্যাদিতে ফুল পাওয়া যায়। এই ফুল বর্ষা মৌসুমে বেশি ফুটে। তবে অধিক পরিমাণে ফোটে এবং থাকে হেমন্ত পর্যন্ত।

পদ্ম ফুলের বৈজ্ঞানিক নাম

পদ্ম ফুলের বৈজ্ঞানিক নাম হল Nelumbo nucifera. পদ্মফুল সাধারণত জলধারার কাদা মাটিতে জন্মে। এছাড়া এই পদ্মফুল বংশবিস্তার করে কাদামাটিতে কাদামাটি আদর্শ জায়গা এর বংশ বিস্তারের জন্য। এছাড়া এর পাতা জলের উপর ভেসে থাকে এবং সম্পূর্ণরূপে কাঁদাতে নিমজ্জিত অবস্থায় থাকে। এছাড়া জলের উচ্চতা বৃদ্ধি পায় তত্ত্ব এই গাছ লম্বা হতে থাকে।

এছাড়া এই ফুলের পাতা বেশ বড় গোলাকার ও সবুজ রঙের হয়ে থাকে পাতার মোটা লম্বা ভেতরের অংশে অনেকটাই ফাঁকা থাকে। এছাড়া ফুলের ভেতরের অংশে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এছাড়া এবং ক্ষুদ্র ক্ষুদ্র পাপের সমন্বয়ে গঠিত এই ফুল। ফুটন্ত হওয়ার পরে প্রচন্ড মিষ্টি গন্ধ ছড়ায় যা গ্রামবাংলার মানুষের কাছে অতি পরিচিত এবং প্রিয় একটি গন্ধ। এছাড়া এই ফুল ফোটে রাত্রিবেলা এবং সারাদিনের প্রখর রৌদ্রে বৃদ্ধি পায় এবং প্রস্ফুটিত হতে থাকে।
এছাড়া যত বৃদ্ধি পায় তত্ত্ব এই ফুল আস্তে আস্তে কুঁচকে যেতে থাকে। এছাড়া এই ফুল অনেকদিন পর্যন্ত সৌন্দর্য দিয়ে চারদিক মোহিত করে রাখে এবং দূর-দূরান্তের মানুষ বিভিন্ন জলাশয়ে কাছে এই ফুল দেখতে আসে।

পদ্ম ফুলের উপকারিতা

তবে শরতে অধিক পরিমাণে ফুল ফোটে এবং এর ব্যপ্তি থাকে হেমন্তকাল অবধি। পদ্ম ফুল কোথায় পাওয়া যায় এটি অনেকেরই প্রশ্ন থেকে থাকে বলে রাখা ভাল এটি খাল-বিল নদী-নালা তে পাওয়া যায়। ফুটন্ত ফুলের রূপ দেখে সকলের চোখ জুড়িয়ে যায়। যে ফুলের সুগন্ধে এবং মুগ্ধ হয়ে কবি বিভিন্ন কবিতা লিখে গেছেন। পদ্মফুল সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে অতি প্রিয় ও পবিত্র ফুল। বিশেষ করে দুর্গাপূজায় এই ফুলের বেশ কদর ও চাহিদা দেখা যায়।

এছাড়া ফুল এর অনেক চাহিদা থাকার কারণে অনেক মানুষ আছে যারা এই ফুল সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। এছাড়া পদ্মফুল ভেষজ সমৃদ্ধ একটি ফুল। অনেক জায়গাতে এর ডাটা সবজি হিসেবে খাওয়া হয়। আগের দিনে বৈদ্যরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য এর সবজি খেতে বলতো। এছাড়া এটি চুলকানি এবং রক্ত আমাশয় নিরাময়ের জন্য অধিক কার্যকরী একটি ঔষধি।

শেষ কথা

আপনারা যদি পদ্ম ফুল কোথায় পাওয়া যায় - পদ্ম ফুল কোন ঋতুতে হয় সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্য উপরের পোস্ট টি লেখা হয়েছে।এছাড়া আপনার যদি পদ্ম ফুল কোথায় পাওয়া যায় - পদ্ম ফুল কোন ঋতুতে হয় সম্পর্কে জানতে চান তাহলে এই পোষ্ট টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ওয়েবসাইট ফলো করুন এবং নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।21030


Post a Comment (0)
Previous Post Next Post