স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ২০২৩ - স্মার্ট ফেসবুক বায়ো

প্রিয় পাঠক, এই পোস্টে আপনারা স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ২০২৩, স্মার্ট ফেসবুক ক্যাপশন এবং স্মার্ট ফেসবুক বায়ো সম্পর্কে জানতে পারবেন। তথ্য প্রযুক্তির যুগে সর্বক্ষেত্রেই স্মার্ট ফেসবুক স্ট্যাটাস বা ক্যাপশন দিতে হয়। আর তাই আপনাদের জন্য বিভিন্ন স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ২০২৩ এবং স্মার্ট ফেসবুক ক্যাপশন - স্মার্ট ফেসবুক বায়ো থাকছে এই আয়োজনে। 
বর্তমানে কে না পছন্দ করে স্মার্ট ফেসবুকে স্ট্যাটাস দিতে? নিত্য নতুন স্মার্ট ফেসবুক স্ট্যাটাস প্রতিদিন ফেসবুকে স্থান পাচ্ছ। তাই অনেকে টেনশনে থাকেন ফেসবুকে কি স্ট্যাটাস দিবেন। আর নয় টেনশন আমাদের এই আয়োজনে থাকছে বিভিন্ন আধুনিক বা স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ২০২৩ ও স্মার্ট ফেসবুক ক্যাপশন এবং স্মার্ট ফেসবুক বায়ো। তো চলুন শুরু করা যাক।

পোস্ট সূচিপত্রঃ স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ২০২৩ - স্মার্ট ফেসবুক ক্যাপশন - স্মার্ট ফেসবুক বায়ো

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস । স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ২০২৩

নিচে কিছু স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ২০২৩ দেয়া হলোঃ
 1.
মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃনা করলেও ভুলে যেতে পারে না
পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পড়েও দাগ রেখে যায়।
2.
কিছু কিছু সম্পর্ক এমন হয়, যেখানে চেনার দরকার হয় না
দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না।
3.
চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়,
চলে যাওয়া মানে নয় বন্ধন চিন্ন করা,
আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে, আমার না থাকা জুড়ে।
4.
যে যতো বেশি মন থেকে ভালোবাসে
সে ততো বেশি কষ্ট পায়
জানি না কেন এটাই কিনা প্রকৃতির নিয়ম
মন থেকে ভালবাসলে কেবল পদে পদে কষ্টই পেয়ে যাই।
5.
তুমি যদি কোনো লোককে জানতে চাও
তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো।
6.
বিকেলটা ভালো লাগে যখন, একটু বেশি অকারণ
তখনই কি বুঝে নেবো, খুঁজছে তোমায় এমন।
7.
ভালোবাসা যখন পরিতৃপ্ত হয়
তখন তার মাধুর্য অনেক কমে যায়।
8.
কষ্ট তাতে তখন হয়
যখন কেউ অনেকটা কাছে এসে
আবার অনেক দূরে চলে যায়
ক্ষমাই যদি করতে না পারো,
তবে তাকে ভালোবাস কেন!
9.
সূর্যটা গেছে ডুবে, দিগন্তের আঁচলে 
মুখ লুকাতে চেয়েছি বলে
তোমার বুকের তিলে ।
10.
আমার গল্পগুলো যাচ্ছে চলে
ব্যথার সুনীল অন্তরালে
সুপ্তমেঘের জলে,
রাত বিছানায় জোৎস্না ঘুমায়
সিক্ত আঁধার ভুল ঠিকানায়
দিচ্ছে চুমু ঢেলে।
11.
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে
কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।
12.
দুনিয়ার প্রত্যেকটা মানুষের বুকে কষ্ট আছে
শুধু প্রকাশ করার ধরন আলাদা
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সে কি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে বলে না তো কিছু চাঁদ
13.
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে
তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা।
14.
মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃনা করলেও ভুলে যেতে পারে না
পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পড়েও দাগ রেখে যায়।

কষ্টের স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ২০২৩

1.
কিছু কিছু সম্পর্ক এমন হয়, যেখানে চেনার দরকার হয় না
দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না।
2.
চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়,
চলে যাওয়া মানে নয় বন্ধন চিন্ন করা,
আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে, আমার না থাকা জুড়ে।
3.
“খুব জানতে ইচ্ছে করে
কেউ কি আমার অজান্তে আমাকে খোজে!
কেউ কি আমার মনের না বলা শব্দগুলোর বাষা বুঝে!”
4.
“কত সম্পর্ক তবু বেঁচে আছে অশ্রু ভেজা চোখে
অথচ কেউ চলে গ্যাছে বহুদূরে একটু অনুরাগে”
5.
“ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই
কারণ সে একটু ভাল থাকার জন্য তোমাকে বেঁচে নিয়েছে”
6.
কষ্ট পাওয়া জীবনের জন্য খুব প্রয়োজন,
এটি জীবন সম্পর্কে জানতে সাহায্য করে”
7.
“জীবন শূণ্য থেকে শুরু হয়েছিলো
আজ আবার সেই শূন্যেই ফিরে এলো”
8.
“মানুষের ব্যাপারে তুমি যত কম জানবে
সম্পর্ক তত বেশি দিন টকবে”

ভালোবাসার আবেগী স্মার্ট ফেসবুক  স্ট্যাটাস ২০২৩

1.
“না যেনে প্রিয় মানুষটা কে ভূল বুঝো না
হয়তো আড়ালে সেও তোমার জন্য কাদে”
2.
“সব ইচ্ছা কি আর পূরণ হয়!
মাঝে মাঝে অপূর্ণতা নিয়ে বাচতে হয়”
3.
“বোকা মানুষ গুলো কাউকে ঠকাতে পারে না,
তারা শুধু অভিমান করে যায়”

স্মার্ট ফেসবুক পোস্ট

1.
“প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ
কিন্তু বেদনা থাকে সারাটি জীবন”
2.
“জীবনের সবথেকে পছন্দের জিনিসগুলো
হয়তো দামী, নয়তো নিষিদ্ধ, হয়তো অবৈধ, কিংবা অন্য কারোর”
3.
“হাসি সব সময় সুখের অনুভিত বোঝায় না,
কষ্ট থেকেও অনেক সময় হাসি আসে”
4.
“মরে যাওয়া 
কোন সমস্যার সমাধান নয়,
বরং বেঁচে থেকে সমস্যা সমাধানের লড়াই করে যাওয়াই হলো জীবন”
“যার আবেগ নেই তার মধ্যে ভালোবাসাও নেই,
আবেগ থেকেই মুলত ভালোবাসার উৎপত্তি”
“রাত কাউকে খুভ সুন্দর স্বপ্ন দেখায়
আবার কাউকে খুভ কাদায়”
5.
“তুই কি আমার কবিতা হবে?
তোকে কবিতার মতো করে রাখবো;
6.
হৃদ-মাঝারে”
“তুই কি অন্ধকার রাতের জোৎস্না হবে?
তোকে ভ্রান্তির ছলেবলে ;
7.
বিশালাকার কোনো স্থানে বসে;
জোতস্নার মতো করে দেখবো”
8.
“চাইলেই তো প্রতিশোধ নিতে পারতাম
কিন্তু তার মুখের হাসিটাই যে আমার কাছে সবচাইতে দামী”

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ২০২৩

নিচে কিছু স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ২০২৩ নিয়ে আলোচনা করা হলো।
১.
ভেবেছিলাম তুমি চলে গেলে মরেই যাবো,
ওমা আজ পর্যন্ত জ্বরও আসলো নাহ!
২.
রাত হলে.!
কেউ ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে.
কেউ মৃত্যুর জন্য অপেক্ষা করে.!
৩.
I Still confused।
আমি আমার Life নিয়া খেলতেছি, নাকি, Life আমারে নিয়া খেলতেছে।
৪.
ভাগ্যে যদি সফলতা লেখা থাকে, তাহলে সেই সফলতার শেষ সিঁড়ি পৌঁছানো পর্যন্ত প্রতিটি সন্তান চাই, তার মা-বাবা বেঁচে থাকুক।
৫.
মানুষ পাপ করার সময় ডানে বামে সবদিকে তাকাই,
শুধু উপরের দিকে তাকাতে ভুলে
যায়।
৬.
আজ না হয় কাল সবাই ছেড়ে যায়। বিচ্ছেদ অনেক রকমের হয়, হোক সেটা প্রতারণা, মিউচুয়াল সেপারেশন কিংবা মৃত্যুতে! "ছেড়ে যাবোনা" কথাটা কেউই রাখেনা, রাখা যায় নাহ।রাখতে জানেনাকপি করুন।
 ৭.
মেয়েরা সব সময় সত্য কথা পছন্দ করে। কিন্তু তারা বিশ্বাস করে, মিথ্যাবাদিকে :"
কিছু মানুষ কোনো দিনও বুঝবে না, তাদের ব্যবহার আর অবহেলায় আমরা কি পরিমাণ কান্না করছি!
৯.
ক্ষুধার চেয়েও স্মৃতির যন্ত্রণা বেশী,
ক্ষুধার যন্ত্রনা ভুলা গেলেও স্মৃতির যন্ত্রণা ভুলা যায়না।
১০.
তার কোনো কথায় আমি কষ্ট পাবো কিনা এইটা চিন্তা কইরা সে একটা কথা বলার আগে হাজার বার ভাবতো,
আর সে এখন প্রতিনিয়ত আমার মন ভাঙ্গতে একবারও দ্বিধাবোধও করে নাহ।
১১.
আমার প্রিয় প্রতিটা জিনিস হয়তো হারিয়ে যায়,
নয়তো ভেঙ্গে যায়, নয়তো অন্যের হয়ে যায়।
১২.
জীবনের সবচেয়ে পছন্দের জিনিস গুলো হয়তো অবৈধ! নয়তো নিষিদ্ধ! হয়তো দামি! নয়তো অন্য কারোর!

কিছু আধুনিক ফেসবুক স্ট্যাটাস ২০২৩

১.
আমি যেখানেই শান্তি খুঁজতে যাই! সেখান থেকেই মানসিক যন্ত্রনা
নিয়ে ফিরে আসি!
২.
যে তোমাকে একবার কষ্ট দিতে পারে, মনে রেখো সে বার বার কষ্ট দিতে পারে!
৩.
সৃষ্টিকর্তা হয়তো কাউকে বানিয়েছেন কষ্ট দেওয়ার জন্য,আর কাউকে কষ্ট সহ্য করার জন্য!'
৪.
আমার হৃদয় ভাঙ্গার গল্প শুনলে আমার শত্রুর চোখে অশ্রু এসে পরবে, আর তুমি তো আমার ভালোবাসার মানুষ!
৫.
একা থাকা যায়,চলাও যায়!
৬.
কিছু লেখক অকালেই ধুমড়ে পচে মরে যায় প্রিয়তমার নিদারুন অবহেলায়!
৭.
আমি আদমের ওই স্রস্টাকে চাই।
জান্নাতে পেতে ঠাই।

স্টাইলিশ কিছু ফেসবুক পোস্ট

১.
আজব তো!!
আমি যে ইনোসেন্ট এটা আমি বাদে আর কেউ বিশ্বাস করে না ক্যান?
২.
ও প্রিয়
ওখানে তো ভালোই আছো! তাই না
কষ্টে থাকলে তো ফিরেই আসতা
৩.
পাগল
নষ্ট হবে, কষ্ট পাবে
তাতে কার কী বা আসে যায়..
৪.
আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে!
দয়া করে সেটা অন্যের সাথে সমালোচনা না করে, সরাসরি আমাকে বলবেন! কারণ শোধরানোর প্রয়োজন আমার, অন্যের নাহ।
৫.
ইয়া আল্লাহ! 
প্রিয় মানুষ গুলোকে তুমি সবসময় ভালো রাখি
সব সাজা কবুল করলাম আমি,
দোষ শুধু এটা ছিলো,
আমি নির্দোষ ছিলাম।
৭.
তারপর!
এক সময় বিশ্বাস করেই নিলাম,
সে আর আমার নয়।
৮.
না পেতে পেতে অভ্যস্ত
মানুষগুলো হুট করে জীবনে কিছু পেয়ে গেলে,
এই পাওয়াটাকে অপরাধ বলে মনে করে!
৯.
চিকন মেয়ে
নীল শাড়ী
লাল লিপস্টিক
ঠিক যেন একটা
হারপিকের বোতল....
১০.
আজ গরীব বলে কাপে চা
খাই বড়লোক হলে
ড্রামে করে চা খাইতাম** ....
১১.
ছ্যাকায় শক্তি
ছ্যাকায় বল
যে খেয়েছে
 সে সফল....
১২.
যদি তোর ডাকশুনে কেউ না আসে
তবে একলা জাওয়ার দরকার নাই
দিনকাল ভাল না ....
১৩.
ধন সম্পদ নিয়ে বড়াই করো না
কাল আমার ৫ জিবি ছিলো।
আজকে আমি ফ্রি চালাই
১৪.
অহংকার করে বলছি না!
প্রতিদিন ৫ থেকে ১০ টা অফার পাই?
ধন্যবাদ রবি অফিস!
১৫.
চুরি করতে গিয়ে কাশি
আর প্রপোজ করতে গিয়ে হাসি
দুটোই বিপদজনক..
১৬.
জীবনকে ঘৃণা করনা ভালোবাসতে শেখো। ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার জীবনকে স্বর্গীয় সুষমায় উদভাসিত করে তালো।
কারও কারও জীবনে বসন্ত নিভৃতে আসে বাইরে প্রকাশ পায় না। তার আমেজে সে নিজেই পুলকিত হয়।
১৭.
ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা।
জীবনকে ঘৃণা কোরোনা ভালোবাসতে শেখো।
জীবনকে ঘৃণা কোরোনা ভালোবাসতে শেখো।
ভালবাসার নদীতে জোয়ার ভাটা আছে।
যে ভালবাসে কিন্তু প্রকাশ করে কম সে ভালবাসার ক্ষেত্রে প্রকৃত।
 ১৮.
যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি।
আমরা একমাত্র তোমারইইবাদত করি এবং শুধুমাত্রতোমারই সাহায্যপ্রার্থনা করি।

নিচে আরো কিছু ফেসবুক পোস্ট শেয়ার করা হলো।

  • তার চেয়ে ভালো আপনি ভোরের পাখি হোন, ডেকে তুলুন ফজরে। আপনি বরং মেঘ হোন রৌদ্রময় দুপুরে, আপনার ছায়ায় ডুবে যাই মধ্যাহ্নের যোহরে।
  • আপনি অবসরের বিকেল হোন, পূন্যময়ী আসরে। আপনি ডুবে যাওয়া সূর্য হোন পশ্চিমের আকাশে, সব কাজ ফেলে মন দিবো মাগরিবের নামাজে। চাঁদ হয়ে উঠুন আপনি রাতের আকাশে, জোছনা মেখে মাথা নোয়াবো এশার নামাজে প্রভুর দারবারে।
  • আপনি বরং তাহাজ্জুতের সাথী হোন গভীর রাতে। জায়নামাজে হাত তুলে আল্লাহকে বলবো, আল্লাহর জন্যই ভালোবাসি আপনাকে।
  • কখনো খেয়াল করেছেন! আপনি যদি নদীর একপারে দাড়িয়ে সূর্যোদয় দেখেন, ওখানে দাড়িয়ে আপনি সূর্যাস্ত দেখতে পারবেন না। আপনি সূর্যাস্ত দেখতে চাইলে আপনাকে নদীর ওপার যেতে হবে।
  • একটু ভেবে দেখেন, জন্ম যদি হয় সূর্যোদয়ে নদী পেরিয়ে ওপারে সূর্যাস্ত আমাদের মৃত্যু। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের জীবনের সময়। মাঝে নদীটা আমাদের জীবন। আমাদের জীবনটা বয়ে যাওয়া নদীর মত একটা নদী।
  • নদী কখনো শান্ত আবার কখনো তার বুকে উত্তাল টেউ। কখনো জোয়ারের পানিতে নদী পরিপূর্ণ আবার ভাটায় হাঁটুজল। নদী মানুষের আহার জোগায় আবার কখনো মানুষের জীবন কেড়ে নেয়। নদী তার বুকে চর জাগিয়ে মানুষের বসতি গড়ে তুলে আবার কখনো মানুষের গড়া ঘরবাড়ি ভেঙ্গে নিয়ে যায়। নদী কখনো থেমে থাকে না। চলতে থাকে আপন গতিতে।
  • আমাদের জীবন ঠিক নদীর মতই। জীবন কখনো সুখে ভরপুর আবার কখনো দুঃখের শেষ নেই। শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে কিছু দিন পেড়িয়ে বৃদ্ধের খাতায় নাম লিখাই। কখনো আমাদের চারপাশে মানুষের ভীড় আবার কখনো একা হয়ে যাই। কখনো বাঁচতে চাই হাজার বছর আবার মনে হয় মরলেই মুক্তি। তবুও জীবন থেমে থাকে না। চলতে থাকে নিজ গতিতে।

স্মার্ট ফেসবুক ক্যাপশন

নিচে কিছু অসাধারণ স্মার্ট ফেসবুক ক্যাপশন দেয়া হলোঃ

১. প্রিয় মানুষের আইডি সার্চ দিয়ে দেখার
বদঅভ্যাসটা হয়তো কখনো যাবেনা
আমাদের!
২.- বন্ধুত্ব থেকে ভালোবাসায় পরিণত হওয়া সম্পর্কগুলো অসাধারণ হয়!’
৩.গ্রাম ছেড়ে শহরে,অচেনা এক জগতে,
ফেরা হবে না কখনো আর চির চেনা সেই গোয়ালে! 
৪.যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়’ই থাকে! 
৫.হঠাৎ একদিন তোমায় পেয়ে যাবো,আর ভেবে নিব আমার প্রার্থনা পূর্ণতা পেয়েছে!
৬.বিছানা ভর্তি অভিমান নিয়ে ঘুমিয়ে থাকা মেয়েটার জানালা দিয়ে যে বাতাস ঢোকে, সে বাতাস জানে দীর্ঘশ্বাস কতোটা ভারী! 
৭.অবহেলা পেয়ে বুঝছি মানুষকে আসলে বেশি গুরুত্ব দিতে নাই। 
৮.প্রিয় মানুষ দুই প্রকার হয়, এক প্রকার হইলো ‘তোমারে পেলে ঠিকাসে, না পাইলেও সমস্যা নাই।’ আরেক প্রকার হইলো ‘তোমারেই আমার লাগবে; তোমারে ছাড়া হবে নাহ!’
৯.প্রসঙ্গ যখন ফ্যামিলির স্বার্থে নিজের ইচ্ছে, স্বপ্ন, 
বি-সর্জন দেওয়া!
তখন ফ্যামিলির বড় সন্তান গুলোই সেরা।
১০.প্রেমে পরার জন্য ফর্সা আর সাদা চেহারা লাগে না।মায়াবী চোখ গুলাই যথেষ্ট! 
১১.আমি বড্ড বে’হা’য়া শত অবহেলায়ও তাকে ছেড়ে থাকতে পারিনা!তবে আমার অনুপস্থিতিতে তার কখনো অনুশোচনা হয় না!
১২.এত ভালোবাসার পরেও যেই মানুষটার থাকে অন্যের প্রতি ঝোঁক! আর যাই হোক সে মানুষটা অন্তত আমার না হোক!
১৩.অদ্ভুত ব্যাপার হলো, তাকে বার বার ভুলতে গিয়ে আমি আরো তীব্র ভাবে ভালোবেসে ফেলি!
১৪.কতো বার বলি আর মেসেজ দিবো না তার পরেও বে’হা’য়া’র মতো মেসেজ দেই!আর তার দেওয়া অবহেলা মাত্রা বাড়িয়ে দেয়
১৫.থাকতে কদর করতে শিখো, কারণ কিছু মানুষ জীবনে বারবার আসে না! 
১৬. পাঞ্জাবিতে একটু বেশিইইই সুন্দর লাগে তোমায়
১৭.আমার একটা অভ্যাস হচ্ছে কেউ আমাকে হাজারটা কষ্ট দেওয়ার পরেও একটু সুন্দর ব্যাবহার করলেই আমি তার দেওয়া সব কষ্ট ভুলে যাই।
ভুলে যাই সে মানুষটা আমার সাথে আগে কি করেছে।আমাকে সে কতোটুকু দুঃখ দিয়েছে। 
১৮.আমাদের প্রিয় মানুষদের আরওওওও একটা প্রিয় মানুষ থাকে! আমাদের ব্রেস্টফেন্ডদের আরওও একটা বেস্টফ্রেন্ড থাকে! 
১৯.ব্যাপারটা হলো অনলাইনে থাকতেও ইচ্ছা করছে না,অফলাইনে গিয়েও ভালো লাগছে না!
২০.যেখানে আমিই খারা’প সেখানে মন খারা’প মানায় না!
২১.মনে খারাপের কারণ গুলো তাকে ঘিরে হয়! যার কাছে মন খারাপের কোন মূল্য থাকে না!
২২.’আমি আছি তো’ আর ‘থেকে যাওয়ার মধ্যে’ আসমান জমিন তফাৎ! 
২৩.আমরা যাকে হারানোর ভয় পাই, তাকেই সবার আগে হারাই! 
২৪.কিছু মানুষ একাই সুন্দর! 
২৫.আমরা যাকে হারানোর ভয় পাই, তাকেই সবার আগে হারাই! 
২৬.প্রিয়জনরাই শিখিয়েছে প্রিয়জন বলতে কেউ নেই!’
২৭.খুব সহজেই কাউকে বিশ্বাস করতে নেই 
২৮.রাগ ভাঙানোর জন্য তুমি বরং বেলীফুলের মালাই আনিও! 
২৯.একটা সময় পর মানুষ আর সৌন্দর্যের পিছনে ছুটে না, একজন বিশ্বস্ত মানুষ খুঁজে! 
৩০.কিছু মেয়ে অভিমানে একবার মুখ ফিরিয়ে নিলে দ্বিতীয়বার আর মুখ ঘুরিয়ে তাকায় না। এটা তাদের অহংকার না,এটা তাদের ব্যাক্তিত্ব! 
৩১. মাঝে মাঝে সুন্দর সুন্দর স্যাড পোস্ট দেখি, খুবই ভালোলাগে কিন্তু উপযুক্ত দুঃখের অভাবে শেয়ার দিতে পারিনা!’
৩২.শত মাইল দূরে থেকেও যার দুঃখ তুমি ছুঁতে পেড়েছো, সে তোমার কাছেই আছে! 
৩৩.প্রিন্সেস ডায়নার একটা বিখ্যাত উক্তি আছে “আমি যাকে ভালোবাসি, সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিলো।”
মাঝেমাঝে আমারও তাই মনে হয়! 
৩৪.অনেক দেখেছি শুনেছি তোমাকে ছাড়া বাঁচবো না এইটা ওইটা ইত্যাদি, কিন্তু দিনশেষে সবাই সবাইকে ছাড়াই বাঁচে! তার মধ্যে শুধু রয়ে যায় কিছু যন্ত্রণাদায়ক স্মৃতি! 
৩৫.আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি! কাছের মানুষ কে দূরে সরে যেতে দেখেছি! সবাই বলে ভালবাসা হাসতে শেখায়।আমি সেই ভালবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি! 
৩৬.মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে,অর্থশূণ্য মানুষ কখনো কারো প্রিয় হয়না.! 
৩৭.মন খারাপ? 
৩৮.বন্ধুত্ব হোক চিরস্থায়ী, ক্ষনস্থায়ী নয়! 
একজন বিশস্ত বন্ধু দশ হাজার আত্নীয়র সমান 
৩৯.এই কষ্ট তোমরা বুঝবে না!
৪০.সময় দিতে পারছে না,
কারন সে তোমার সাথে থাকবে বলে নিজের career নিয়ে ব্যস্ত!
৪১.যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়’ই থাকে! 
৪২.কিছু ‘আক্ষেপ’ একান্তই ব্যক্তিগত! কাউকে বলা যায় নাহ।
৪৩.তুমি অভিমান করে বসে থাকলে, আমার এক আকাশ সমান দুঃখ হয়! 
৪৪.অবহেলা শেষ হলে ডাক দিও, আমি আবার ভালোবাসবো.
৪৫.আমাকে যে ছেড়ে গেছে, তাকে যেনো কেউ ছেড়ে না যায়! 
৪৬.প্রিয় মানুষদের মুখে হাসি দেখার জন্য নিজের মুখে হাসি রাখতেই হবে প্রবলেমগুলো শুধু আমারই জানা থাক আর কেউ না জানুক।
৪৭.ব্যাক্তিগত প্রব্লেম হাইড করে মানুষের সাথে হাসিখুশি ভাবে চলতে পারাটাই হয়তো maturity.
৪৮.আমি একটু বেশি জেলাস ব্রো, আমার ব্যক্তিগত জিনিসের প্রতি অন্য কারো নজর আমার সহ্য হয় না।
৪৯.যেদিন প্রেমিকের চোখে বাবার মত আদর দেখবে! বুঝবে সঠিক মানুষ বেছে নিয়েছো!
৫০.তুমি জানো? বিনা প্রকাশে আমি তোমাকে তোমার চেয়ে বেশি ভালোবাসতে পারি! 
৫১.অভিমান পর্ব শেষ করার পর দুজন মানুষ যখন আবার মন খুলে কথা বলতে থাকে, সেই মুহূর্তের মত সুন্দর আর কিছু হতে পারে না!
৫২.তার চলে যাওয়া আমাকে বদলে দিয়েছে! 
৫৩.সবসময় হাসিখুশি থাকা মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে ‘এদের মন খারাপ কেউ বুঝতে চায়না!’ 
৫৪.রাতের ফরিদপুর-ভাঙা এক্সপ্রেস হাইওয়ে 
৫৫.আমি নিশ্চুপে বিদায় নেয়া মানুষ ! আর একবার বিদায় নিলে শতো চিৎকার চেঁ’চা’মে’চি করেও আর আমায় ফেরাতে পারবে না। ঝামেলা মেটানোর জন্যেও না। 
৫৬. বারবার ঝগড়ার পরেও যদি তোমাদের আবার মিল হয়ে যায় তবে ভেবে নিও তোমাদের বিয়া Fixed
৫৭.কিছু বলতে না পারা আর বলে না বুঝাতে পারার পরিস্থিতি গুলো সত্যিই শ্বাসরুদ্ধকর!
৫৮.আমার আর ভালোবাসার দরকার নেই। কারণ, আমি ইতিমধ্যে যথেষ্ট কেঁদেছি।
৫৯.আগে জানতাম ফ্যামিলি মানবে না!এখন জানি সেও আমাকে চায় না! ভালোবাসা সুন্দর
৬০.কত কিছু ছিলো আমার; আজ কত কিছু নেই!
৬১. যে থাকার শূন্য পকেটে থেকে যাবে…
৬২.লোক লজ্জায় বলতে পারিনা, কাঠাল আমার প্রিয় ফল।
৬৩.যখনই তুমি অনুভব করবে যে তুমি সবকিছুতে ব্যর্থ, মনে রাখবা সে তুমি কিন্তু অনেক সুন্দর আইলাইনার আঁকতে পারো 
৬৪.যাদের নামের প্রথমে “S” আছে তারা অনেক সহজ-সরল প্রকৃতির.. 
৬৫.লেখা পড়া শেষ করে, চাকরি নিয়ে বাবা মা কে কোনো কাজ করতে দিবে না! কথাগুলো মেয়েরাও ভাবে। 
৬৬.হাজারটা চাওয়ার ভেতরে তোমাকে আমার করে চাওয়াটাই শ্রেষ্ঠ! 
৬৭.প্রিয় মানুষকে জড়িয়ে ধরে ঘুমালে ডিপ্রেশন কমে যায়।
৬৮.তোমার অনুপস্থিতিতে আমি তো অন্য কাউকে খুঁজি’নি প্রিয়!
৬৯.তোমার দুঃখ গুলো তোমার একান্তই ব্যক্তিগত! 
৭০.শুয়ে গেলেই যাদের ঘুম চলে আসে, তারা কখনো না ঘুমাতে পারার যন্ত্রণা বুঝবে না!’  
৭১.আমার জীবনের সবচেয়ে বেশি শোনা বাক্য,
তুমি যদি আরেকটু মোটা হতে তাহলে তোমাকে আরো বেশি সুন্দর লাগতো! 
৭২.অপরিচিতই ভালো ছিলাম আমরা,পরিচিত হয়ে আবার অপরিচিতর মতো থাকা এটা খুব জ-ঘ-ন্য অনুভূতি ভাই!
৭৩.কিছুদিন, কয়েকদিন তারপর এভাবে তুমিহীনা অনেকদিন!
৭৪.আমি বড় সস্তা মানুষ, বুঝছো?
আমারে হারাইলে কেউ আফসোস করে না।
৭৫.আমি বাদে সে অন্য কারো সাথে কথা বললে, আমার এক আকাশ সমান অভিমান হয় তার উপর! 
৭৬. মেয়েটি কানে কাঠগোলাপ গুঁজে হাটছিলো। অথচ সে জানেই না সে নিজেই একটা কাঠগোলাপ!
৭৭.আমার ভালোবাসায় প্রতিশোধ নেই।
৭৮.যে মানুষ টা তোমার অতীত জেনেও তোমার পাশে থাকছে, তোমাকে ভরসা দিয়ে যাচ্ছে, সেই মানুষটা ব্যতীত তুমি অন্য কাউকে নিয়ে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখো না! 
৭৯.রাত যত গভীর হয়, দুঃখ গুলো তত নিকটে আসে!
৮০.চাকরিটা পেলে বাবা-মাকে আর কোনো কাজ করতে দিবোনা,এটা অনেক মেয়েরাও ভাবে!
৮১.মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। 
৮২.একটা মানুষের সুন্দরতম চারিত্রিক বৈশিষ্ট্য হলো, “commitment”- কথা দিয়ে কথা রাখা! 
৮৩.মেয়েরা এই অল্পতেই খুশি!’
৮৪.সাইকোলজি মতে – 
আপনি যাকে স্বপ্নে দেখেন অপর প্রান্তে সে আপনাকে মিস করে!
৮৫.নানু বেঁচে থাকা পর্যন্ত ই নানু বাড়ি সুন্দর! 
৮৬.কোনো একদিন রাতে তোমাকে নিয়ে পুরো শহর ঘুরব 
৮৭.আদনান সামির কথা মনে আছে?
২৩০ কেজি থেকে ৭৫ কেজিতে আনার গল্প৷ চাইলেই হয় আসলে 
৮৮.Trust me…
বিচ্ছেদের চেয়েও! খারাপ লাগবে তখন, যখন শুনবা তোমার আগেও ওকে কেউ ছুঁয়ে ছিলো 
৮৯.আমি অভিমান করে কারো সাথে কথা বন্ধ করলে সেই মানুষটাও আমার সাথে আর কথা বলার চেষ্টা করে না! 
৯০.সেটা মানুষ হোক কিংবা প্রিয় জিনিস,”আমি খুব করে যেটাই চেয়েছি সেটাই হারিয়েছি”.
৯১.পুরনো মেসেজ গুলো আমাকে শুধু ভাবায়, মানুষ কিভাবে এতো দ্রুত বদলে যায়!’
৯২.তুমি যাকে পাওনি,তাকে ভুলে যাওয়ার ক্ষমতা তোমার হোক।
৯৩.আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভে’ঙে তাকে কৃতজ্ঞতা জানাই 
৯৪.যারা অন্যকে ঠকাতে ভয় পায়, তার নিজেরাই বারবার ঠকে যায়!
৯৫.তার মধ্যে অদ্ভুত মায়া ছিল 
৯৬.স্পর্শ আর চাহিদাবিহীন একমুঠো প্রেম চেয়েছিলাম বিনিময়ে দিয়ে গেলে অফুরন্ত রাত জাগা আর এক বুক হাহাকার!’
৯৭.আমি তোমাকে ব্লক করতে পারবো না, প্লিজ তুমি আমাকে ব্লক করে দাও
৯৮.ছেড়ে দিলে যদি সে ভালো থাকে, তাহলে তাকে ছেড়ে দাও!কারণ ভালো রাখার নামই ভালোবাসা
৯৯.Believe me or not ‘আপনি নিজ থেকে খোজ না নিলে কেউ আপনার খোজ নিবেনা’!
১০০.সে প্রাক্তন হয়ে গেলেও, তার ব্যাক্তিগত বিষয়গুলো গোপন রাখা আপনার দায়িত্ব!’

ইসলামিক স্মার্ট ফেসবুক ক্যাপশনঃ

নিচে কিছু স্মার্ট ফেসবুক ক্যাপশন নিয়ে আলোচনা করা হলো।
1. মেয়েটা দ্বীনদার মানেই ঘরটা জান্নাত-
2. ইমান এবং হিংসা এক সঙ্গে একই অন্তরে থাকতে পারেনা-!!
3. মানুষ কি মনে করে যে, তাকে এমনিই ছেড়ে দেওয়া হবে? 
 -সূরা কিয়ামাহ, আয়াতঃ ৩৬
4.  প্রতিশোধ নয়.!
– হ্মমা করাই ইসলামের আদর্শ.!
– হযরত মোহাম্মদ (সাঃ)
5. কখনো ব্যর্থ হলে সিজদায় পরে যেও।
– সফলতার পথ 
আল্লাহ দেখাবেন।
6.. – 𝗗𝗼𝗻’𝘁 𝗯𝗲 𝗼𝘃𝗲𝗿𝗹𝘆 𝗗𝗲𝗽𝗲𝗻𝗱𝗲𝗻𝗱 𝗼𝗻 𝗮𝗻𝘆𝗼𝗻𝗲.!’ সত্যিকার অর্থে “আল্লাহ” ছাড়া কেউ আপন না.!’
7. – শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে.!
8. একটি মধুর নাম-
হযরত মোহাম্মদ (সা.)
9. তাদের জন্য সেখানে থাকবে সুন্দর বাগান ও চিরকুমারী স্ত্রী!!!!!!
10. ইসলাম আলস্য নয়
কঠোর পরিশ্রম এর তাগিদ দেয়।
11. – তিন বেলা আহার যতটা গুরুত্বপূর্ণ 
– ৫ ওয়াক্ত নামাজ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ 
12. এই
    নগ্ন নগরীতে 
    ঈমান বাচিঁয়ে রাখাটা
    বড্ড কঠিন
13.
– রাসুল (সঃ) বলেন…!!
– তোমার অসুস্থতার আগেই
সুস্থতার মূল্যায়ন করো আর
– তোমারা জীবিত অবস্থায় 
তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নাও
  (সহিহ বুখারী~৬৪১৬)_
14. টেনশন দূর করতে। – নেশা নয়। পাঁচ ওয়াক্ত নামাজই যথেষ্ট।
15. কিসের এত হাহাকার!!!!
ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল
16. যখন মন কেমন করে……….
         তখন ভেবে নিও আল্লাহ তোমায় ডাকে
17. দুনিয়ায় একাকিত্বের মানে!!!!!!!!
            খারাপ সঙ্গ ত্যাগ___________!!!!!!
18. যে সমাজে নারী পুরুষ যিনার কাজ লিপ্ত থাকবে সে দেশে কঠিন কঠিন রোগ শুরু হবে 
আবু আদনান
19.
– কান্নাতেও শান্তি আছে
যদি কান্নাটা মহান আল্লাহর দরবারে সেজদা অবস্থায় হয় 
20. দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। আর আল্লাহ গফুরুর রহিম অপরাধীকে খোঁজেন মাপ করার জন্য।
21. successful তো ঐ দিন হবো 
যেদিন পুলসিরাত পার হয়ে 
জান্নাতে যাবো
22. নিশ্চয়ই জান্নাত মানুষের সবথেকে বড় সাফল্য 
23. الصلاة المفتاح الجنات..
 নিশ্চয়ই নামাজ বেহেশতের চাবি.! 
24. কাপড় দিয়ে শরীর সাজানো
       অনেক সহজ
       কিন্ত
       আমল দিয়ে নিজের
      আত্মা সাজানো অনেক কঠিন!
25. তুমি যখন রাস্তা দিয়ে যাও
    তখন আল্লাহর নামে
    যিকির কর
    কারন হাসরের দিন
    ঐ রাস্তা তোমার পক্ষে সাক্ষী দিবে
    হযরত মোহাম্মদ (সঃ)
26. রাসুল (সাঃ)বলেছেন
 অশ্লীল ভাষা ও উগ্র মেজাজী লোক কখনো জান্নাতে যাবে না
28. “আযান “শুনলেই মনে হয় 
মুয়াজ্জিন “জান্নাত” এর দিকে ডাকছে 
29. রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগিরা 
ভালো থাকুক সুস্থ থাকুক 
 সকল মা বাবা  
আমিন 
30.
তার পিছনে দৌড়িও না, যে তোমাকে এড়িয়ে চলে!”
হযরত আলী (রাঃ)..
31. প্রসঙ্গ যখন ধর্ম নিয়ে
তখন আমাদের ইসলামই সেরা
32. আল্লাহর কাছে আপনার সমস্যার কথা বলুন।
তিনিই একমাত্র যিনি আপনার পরিস্থিতি পরিবর্তন করতে পারেন

ফানি স্মার্ট ফেসবুক ক্যাপশন বাংলা

ফানি স্মার্ট ফেসবুক ক্যাপশন বলতে বোঝায় এমন স্মার্ট ফেসবুক ক্যাপশন যেগুলো পড়লে আপনার মজা লাগে, হাসি পায় এমন ক্যাপশন । নিচে কিছু ফানি স্মার্ট ফেসবুক ক্যাপশন দেওয়া হয়েছে।

১. কারো ইনবক্সে ভর্তি করো আমাকে 
না করলে ডাক্তার মৃত ঘোষণা করে দিবে ——* প্লিজ হেল্প,,,,, মি 
২. মশারী টানিয়ে শুয়ে আছি!!!
 মশা বাইরে গান গাচ্ছে
 গুরু ঘর বানাইলা কি দিয়া,,
 দরজা জানালা কিছুই নাই 
 কেম্নে তোমায় চুমু খাই
৩. গ্রুপ এ আসতে পারি না
কিছু বখাটে meye
 ডিস্টার্ব করে বলে 
৪.গাঞ্জা নেন
Ohh So Sorry 
গান জানেন
৫. সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই,শরীয়তপুর,
চাঁদপুর, চট্টগ্রাম, জামালপুরে পবিত্র ঈদুল
আযহা ৯ জুলাই
আর বাংলাদেশে ১০ জুলাই.!
৬. আমরা সেই লেভেলের 
স্টুডেন্ট যারা পরীক্ষার হলে প্রশ্ন দেখে নয়
– গার্ড দেখে বলে দিতে পারি পরীক্ষা কেমন হবে!
৭. অবশেষে আমিও প্রেমে পড়ে 
গেলাম
এটার ইংলিশ কি হবে..!
৮. বফের জন্য পাঞ্জাবি কিনে বাসায় ধ/-রা খেয়ে,
  বাবার জন্য সারপ্রাইজ বলে বেঁচে যাওয়া আমি!
৯. তুই পোলা মানুষ, তুই অন্যের শাড়ি খুলবি পায়জামা খুলবি 
  তুই কেন সেতুর নাট বল্টু খুলবি?
১০. যদিও মেয়ে গুলো বস্তির,
মাগার প্রোফাইল গুলা অস্তির।
১১.আমার মনে কোনো অহংকার নেই,,,!!
   বিশ্বাস না হলে প্রোপোজ করে দেখো,,,!! 
১২. “miss আমি পেলে তোমাকে” _করতাম kiss কারণ”
তুমি পুরাই চিপস” 
১৩. একটা মাছ পানিতে ডুবে যাচ্ছিল
আমি তুলে এনে মাটিতে
রেখে দিয়েছি
এখন সে খুশিতে লাফাচ্ছে 
একেই বলে মানবতা
১৪. –
আমি একটা মেয়েকে মনে মনে বিয়ে করে ফেলছি!
এখন যদি সে মরে যায়  আমি কি বিধবা ভাতা 
পাইমু!
১৫. হাজারো”লুচ্চা”লুচ্চির”ভিরে
       আমি”এক”নিস্পাপ”ভালো” মানুষ 
১৬. “মার্কেটে গেলে”
সোনিয়াঃ Excuse me, Side please! 
সুমাইয়াঃ Side দেন!
সাদিয়াঃ সরেন তো বা-ল, রাস্তার মাঝখানে খ্রাই রইছে
১৭. 
পৃথিবীতে সব থেকে অপ্রয়োজনীয় জিনিস হলো মেয়েদের প্যান্টের চেইন..!
১৮. ব্রেকিং নিউজ 
পদ্মাসেতু উদ্ভোদনে আসছেন না “শেখ হাসিনা” 
কারন উনার মন ভালো নেই!
১৯. আমার মেয়ে হলে তার নাম রাখবো
“উম্মে পদ্মা বিনতে স্বপ্ন ইসলাম জাজিরাতুল মাওয়া আক্তার হাসিনা সেতু”
২০. আমার পক্ষ থেকে 
পদ্দা সেতুর উপলক্ষে গ্রুপের সবার জন্য নতুন মোবাইল উপহার দিলাম 
২১. বিয়ে করলে সিনিয়র আপুকে করব,,, 
মারলে বলতে পারব সে বড় মারতেই পারে 
২২. মশারী টানিয়ে শুয়ে আছি!!!
 মশা বাইরে গান গাচ্ছে
  গুরু ঘর বানাইলা কি দিয়া,,
  দরজা জানালা কিছুই নাই 
  কেম্নে তোমায় চুমু খাই
২৩.
বিয়ের দিন বউ কান্নাকাটি করলে…!
শালিকে নিয়ে চলে আসবো২৪. °
-Tik Tok a ঢুকলে আজকে আমার মন ভালো নেই,
-Facebook a ঢুকলে আজকে আমার মন ভালো নেই,
-এটা শুনতে শুনতে এখন আমার কান ভালো নেই!
২৫.- ছোট বেলার মতো আন্টিরা এখন আর বলে নাহ,
– যাও আমার মেয়ের সাথে খে-লা করো!
২৬. ওগো শুনছো সোনা 
     আমি নতুন পোস্ট করেছি একটু সাপোর্ট দেও
এটা একটা ক্যাপশন 
২৭. মেসেঞ্জারে সংসার করা প্রতিটা ছেলে-মেয়েকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা!
২৮. আমি প্রায় ৯ মাস ধরে “ফেসবুকে” একটা মেয়েকে পটানো’র চেষ্টা করলাম। 
মেয়েটি আজ বলল, “বিশ্বাস করেন ভাইয়া; আমি মেয়ে হলে এতদিনে ঠিকই পটে যেতাম”
২৯. কোলবালিশ এর আরেক নাম 
(–বউ–)
৩০. _পদ্মা সেতু হয়ে গেলো ….
 কিন্তু তুমি এখনো আমার হলে না! 
৩১.সমায় খারাপ গেলে সপ্নে সানিলিওন ও বোরকা পরে আসে 
৩২.আমার সোজা হিসাব
যে আমাকে A For Attitude দেখাবে
আমি তাকে B For Block List দেখাব
৩৩. পড়তে বসলে ৫ মিনিট ধরে একটা লাইন পড়ি -এরপর ১ ঘন্টা ধরে ভবিষ্যত নিয়ে ভাবি
৩৪.কাওকে থাপ্পর মারলে 
একটু জোরে মারবেন?
কারন,ফ্যান আস্তে ঘুরলে যে বিল 
জোরে ঘুরলে ও সেই বিল
৩৫.: তা ভাবার কি আছে ? সবাইকে তো মরতে হবে।
: না, ভাবছি, শেষে যে মরবে তাকে নিয়ে যাবে কে ?
৩৬.I have a গভীর প্রশ্ন।
 বই ছাপানো কালিতে।
 কী ঘুমের‌‌ ওষুধ মেশানো থাকে?
৩৭.পড়া মুখস্থ করতে- করতে সামনে আগাই।
 আর সামনে আগাইতে -আগাইতে পিছে কি পড়ছি সব ভুইলা যাই।
৩৮. জীবনে কোনো দিন লটারিতে জয়ী হতে পারি নাই 
….. কিন্তু তরকারিতে একটা দুইটা এলাচি দিলে ওটা আমার ভাগ্য পড়ে যায়
৩৯.পায়ে তিল থাকলে নাকি বিদেশে যায়
 এয়ারপোর্টে গিয়ে পাসপোর্ট না দেখিয়ে ঠ্যাং দেখালে হবে 
৪০.এখনকার বাচ্চাদের গরমের ছুটি দিলে বাবা মা রা কক্সবাজার, সাজেক ঘুরতে নিয়ে যায়, আর আমাদের সময় ন্যাড়া করে দিতো
৪১.- বন্ধু চেনা যায় পরীক্ষার হলে – আর ফ্যামিলি চেনা যায় রেজাল্ট এর পরে
৯৫.ঘন ঘন স্ট্যাটাস দিচ্ছি কারণ, আম্মু বলেছে যত লিখবি হাতের লেখা ততো সুন্দর হবে।
৪২.Exam -হলে MCQ এর “অপশন” গুলো দেখলে মনে হয়; এরা চার-জন “জ’মজ” ভাই
৪৩. হেলিকপ্টারের পাখা দিয়ে বাতাস খাওয়ার মতো ব’ড়-লোক হতে চাই!
৪৪.দিন দিন কা-ইল্লা হয়ে যাইতেছি!
৪৫.- এক ভুল আমি ‘দুইবার’ করিনা। ‘আট দশ বার’ করি!
৪৬.লাইফে প্রচুর হাসতে হবে…….
বাণীতে :- আমার এক ভাইয়া

স্মার্ট ফেসবুক বায়ো 

 নিচে কিছু স্মার্ট ফেসবুক বায়ো কালেকশন দেয়া হলোঃ
১. সে কে?
সেতো কল্পনা অদৃষ্টে মিশে থাকা মায়াবী অতীত।।
২. বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে॥
৩. নিজেকে আর নিজের শত্রুকে চেনা থাকলে কোনো হার ছড়াই একশ যুদ্ধ জেতা যায়॥
৪. একটা জীবন্ত লাশ আমি।
আর স্বপ্ন দেখি না ।স্বপ্ন আমার জন্যে ঘুমের মাঝেই শ্রেয়, বাস্তবে না।
৫. প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে
ভালবাসা কি ভীষণ প্রতারক।
৬. যত্ন করে কাঁদানোর জন্য
খুব আপন মানুষগুলোই যথেষ্ট!
৭. বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে। কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না।
৮. ঘুম ভালবাসি রে আমি ঘুম ভালোবাসি রে।ঘুমাইলে আমি Exam এর কথা ভুইলা থাকি রে।
৯. মেয়েদের বয়স আর তারা শীতে গোসল করেছে কিনা কখনো জিজ্ঞেস করতে হয় না।
১০. শীত একটি পর্দাশীল ঋতু,,
এটা সবাইকে অশ্লীল পোশাক হতে বিরত রাখে।
১১. বিকাশ নাম্বারটা ছাড়া আর কিছুই জীবনে পার্সোনাল হলো না।।
১২. হায়রে।স্যার,
ক্লাশে মেয়েরা হাঁসলে দুষ্টুমি।
আর ছেলেরা হাঁসলেই বেয়াদবি।
১৩. একটা মানুষ Frd request দিছে।নাম তার ( অচেনা মানুষ )।
Profile এ ডুকে দেখি লোকটা আমার চেনা ।
১৪. বই খাতা আর আম্মু আব্বুরে আজ পর্যন্ত।বুঝাইতে পারলাম না জোর করে পড়া-লেখা হয়না।
১৫. সুন্দরী মেয়েরা আমাদের দিকে বার -বার তাকাইয়ো না।তোমাদের অনেক ছ্যাচড়া লাগে।
১৬. ওহে বালিকা তুমি করিয়াছ ভুল।
আনো নাই বিড়ি তুমি।
আনিয়াছ ফুল।
১৭. খাবার এবং পানির চাইতেও মানুষের জন্য জ্ঞান বেশি দরকার, কেননা খাবার এবং পানি তাদের দিনে একবার বা দুইবার প্রয়োজন হয়, কিন্তু জ্ঞান প্রয়োজন তাদের প্রতিটি নিঃশ্বাসেই।— ইমাম আহমাদ ইবনে হাম্বল
১৮. অন্তরসমূহ যদি পরিশুদ্ধ হয় তাহলে আল্লাহর গ্রন্থ কুরআনুল কারীমে তাদের তৃষ্ণা কখনো সম্পূর্ণ মিটবে না।”
— উসমান ইবনে আফফান।
১৯. দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন,
আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত”
২০. রেগে যাবার সময়ের এক মূহুর্তের ধৈর্য রক্ষা করে পরবর্তী সময়ের হাজার মূহুর্তের অনুশোচনা থেকে।”
— হযরত আলী।
২১. সেই ব্যক্তিই সবচেয়ে জ্ঞানী ও প্রজ্ঞাবান যিনি পরম করুণাময় আল্লাহর দয়ার ব্যাপারে আশা ও আত্মবিশ্বাস না হারানোর জন্য মানুষকে উপদেশ দেন।”
— হযরত আলী (রা)
২২. একাকী হয়ে যাওয়ার অর্থ হলো তুমি খারাপ সঙ্গ পরিত্যাগ করেছ। কিন্তু একজন ভালো বন্ধু থাকা একাকীত্বের চাইতে উত্তম।”
— উমার ইবনুল খাত্তাব
২৩. যারা সবসময় ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করে তাদের সাথে উঠাবসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল।”
— হযরত উমার (রা)
২৪. কোন ভাই যদি আপনাকে গোপনে কিছু কথা বলে চলে যাবার আগে যদি তা অন্য কাউকে বলতে নিষেধ না করেও থাকেন, তবু কথাগুলো আপনার জন্য আমানাত।
— উমার ইবনুল খাত্তাব।।
২৫. মৃত্যুকে খুঁজো (অর্থাৎ, সাহসী হও) তাহলে তোমাদেরকে জীবন দান করা হবে।”
— আবু বকর (রাদিয়াল্লাহু আনহু)
২৬. সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়।” — আবু বকর (রাদিয়াল্লাহু আনহু)
২৭. ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা।
২৮. এমন ভাবে বাঁচবো, যখন মারা যাবো চেনা মানুষগুলো কেঁদে কেঁদে বলবে অনেক ভালো মানুষ ছিলো।
২৯. বাতায়নে মম উচ্ছ্বসিত আবেগ। প্রেমিকের নির্লিপ্ত কথনে আমি উন্মাদ বেগ। মানুষ হও নিজকে ভালোবাসো।
৩০. জীবন যুদ্বে হারতে চাইনা আমি।
হতে চাই কবির সেই বানীর সমতুল্য,
-হে বীর, চাটাই করে দাও জালিমের শীর।
৩১. ৫টাকা দিয়ে ।।দিনের শুরু ১৬টাকা দিয়ে শেষ ।।তিন টাকা দিয়ে মুক্তি কিনে হবো নিরুদ্দেস
৩২. অসাধারণ হতে চাই না
সাধারণি ঠিক আছি
কঠিন হলেও
বাস্তব কেই ভালবাসি।
৩৩. নিজের আঘাত গুলো
কাউকে দেখাতে চায় না,
জানি আজকাল সবাই
লবণ নিয়ে ঘোরে।
৩৪. আমি জীবন যুদ্ধে এক অপরাজিত আহত সৈনিক যুদ্ধের ময়দানে
যার কোন মূল্য নেই।
৩৫. এই চলতি জীবন ঘটনা বহুল
দু-এক দিন ফাঁকে
তুইতো পাবিনা আমায়
আর আমিও পাবোনা তোকে।
৩৬. আমি জীবন যুদ্ধে এক অপরাজিত আহত সৈনিক যুদ্ধের ময়দানে
যার কোন মূল্য নেই।

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ২০২৩ English

নিচে কিছু স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ২০২৩ ইংরেজীতে দেয়া হলো।
1. When life gives you a hundred reasons to cry, then show life that you have thousand reasons to smile.
2. It’s not about the destination. It’s about the journey. Enjoy your ride.
3. The happiest people make best out of everything.
They cry because they have been strong for too long.
4. Life is better when you are laughing.Better an oops than a what if.
5. Don’t be afraid to be the full package. Make peace and keep on.
Ice cream is cheaper than therapy.
6. WANTING TO BE SOMEONE ELSE IS A WASTE OF WHO YOU ARE. – KURT COBAIN
7. IF YOU WANT YOUR CHILDREN TO TURN OUT WELL, SPEND TWICE AS MUCH TIME WITH THEM, AND HALF AS MUCH MONEY. – ABIGAIL VAN BUREN.
8. WHENEVER YOU FIND YOURSELF ON THE SIDE OF THE MAJORITY, IT IS TIME TO PAUSE AND REFLECT. – MARK TWAIN.
9.THE BEST TIME TO PLANT A TREE WAS 20 YEARS AGO. THE SECOND BEST TIME IS NOW. – CHINESE PROVERB.
10. WHATEVER THE MIND OF MAN CAN CONCEIVE AND BELIEVE, IT CAN ACHIEVE. – NAPOLEON HILL
11. DO WHAT YOU FEEL IN YOUR HEART TO BE RIGHT, FOR YOU’LL BE CRITICIZED ANYWAY. – ELEANOR ROOSEVELT
12. THINK LIKE A QUEEN. A QUEEN IS NOT AFRAID TO FAIL. FAILURE IS ANOTHER STEPPING STONE TO GREATNESS. —OPRAH
13. DO WHAT YOU CAN, WITH WHAT YOU HAVE, WHERE YOU ARE. – THEODORE ROOSEVELT
14. ALWAYS REMEMBER YOU ARE BRAVER THAN YOU BELIEVE, STRONGER THAN YOU SEEM, AND SMARTER THAN YOU THINK. —CHRISTOPHER ROBIN
15.THE MIND IS EVERYTHING. WHAT YOU THINK YOU BECOME. – BUDDHA
16. TO BE YOURSELF IN A WORLD THAT IS CONSTANTLY TRYING TO MAKE YOU SOMETHING ELSE IS THE GREATEST ACCOMPLISHMENT. —RALPH WALDO EMERSON
17.DON’T BE SATISFIED WITH STORIES, HOW THINGS HAVE GONE WITH OTHERS. UNFOLD YOUR OWN MYTH. —RUMI
18. TO FIND YOURSELF, THINK FOR YOURSELF. – SOCRATES
19. WHY SHOULD I CARE WHAT OTHER PEOPLE THINK OF ME? I AM WHO I AM. AND WHO I WANNA BE. —AVRIL LAVIGNE


সবশেষে বলা যায় আরও এরকম অনেক স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ২০২৩, স্মার্ট ফেসবুক ক্যাপশন, স্মার্ট ফেসবুক বায়ো রয়েছে। যেগুলো আমরা আমাদের আনন্দ, কখন দুঃখ বা কষ্ট আবার কখনও হাস্যোরসাত্মক ভঙ্গিমা তুলে ধরতে ব্যবহার করি। বিভিন্ন স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ২০২৩ বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে। এগুলো বর্তমানে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। ১৯০২৬

Post a Comment (0)
Previous Post Next Post