শিউলি ফুলের উপকারিতা - শিউলি ফুলের ইতিহাস

শিউলি ফুলের উপকারিতা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনি যদি শিউলিফুলের সঠিক ব্যবহার করতে পারেন তাহলে শিউলি ফুলের উপকারিতা রয়েছে অনেক। এই আর্টিকেলে আমরা শিউলি ফুলের ইতিহাস, শিউলি ফুলের ইংরেজি নাম এর সাথে অতিগুরুত্বপূর্ণ শিউলি ফুলের উপকারিতা সম্পর্কে জানব।

আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে শিউলি ফুলের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শিউলি ফুলের উপকারিতা এবং শিউলি ফুলের ইতিহাস সম্পর্কে আলোচনা শুরু করা যাক।

কনটেন্ট সূচিপত্রঃ শিউলি ফুলের উপকারিতা - শিউলি ফুলের ইতিহাস

শিউলি ফুলের উপকারিতা - শিউলি ফুলের ইতিহাসঃ ভূমিকা

রূপচর্চার ক্ষেত্রে শিউলি ফুলের উপকারিতা রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন রকম অসুখ এর জন্য শিউলি ফুলের উপকারিতা প্রচুর। শিউলি ফুলের উপকারিতা পেতে হলে শিউলি ফুলের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে হবে। তাহলেই শিউলি ফুলের সঠিক উপকারিতা পাওয়া যাবে। সে কথা চিন্তা করে আজকের এই পোস্টে আমরা শিউলি ফুলের উপকারিতা এবং শিউলি ফুলের ব্যবহার এসকল বিষয় নিয়ে আলোচনা করব।

শিউলি ফুলের উপকারিতা

ফুলকে সাধারণত আমরা সৌন্দর্যের প্রতীক হিসেবে জানি। ফুলের সুগন্ধ আমাদেরকে আকর্ষণ করে। এবং ভালোবাসার প্রতীক হিসেবে ফুল ব্যবহার করা হয়। কিন্তু অনেকগুলো ফুলের বিভিন্ন রকম উপকারিতা রয়েছে তা আমরা অনেকেই জানিনা। সেগুলোর মধ্যে অন্যতম একটি। শিউলি ফুলের উপকারিতা রয়েছে।

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় মায়ের জাম খাওয়ার 10 টি উপকারিতা

১। কাশি এবং কফ ভালো করতে শিউলি ফুলের উপকারিতা রয়েছে। আপনি যদি খালি পেটে শিউলি পাতার রস খান তাহলে ঠান্ডা লাগার সমস্যা এবং ঠান্ডা লেগে কফ জমে থাকা সমস্যা দূর হবে।

২। বিভিন্ন সময় আমাদের অতিরিক্ত পরিমাণে থাকে। অনেক ধরনের ওষুধ খাওয়ার পরও সম্পূর্ণরূপে ভালো হয়না। এসময় আপনি শিউলি ফুলের পাতার রস করে খেতে পারেন। দেখবেন দ্রুত কাশি থেকে আরাম পেয়ে গিয়েছেন।

৩। সাইটিকার আর ব্যথা কমাতে শিউলি ফুলের উপকারিতা রয়েছে অনেক। এর জন্য আপনাকে শিউলি ফুলের পাতার রস এবং তুলসী পাতার রস একত্রে মিশিয়ে সে গুলোকে পানির সাথে মিশিয়ে সকালে এবং সন্ধ্যায় খেতে হবে।

৪। হার্টের সমস্যা দূর করতে সাহায্য করে। যাদের হার্টের সমস্যা রয়েছে তারা যদি প্রতিদিন তুলসীপাতার রস এবং শিউলি ফুলের পাতার রস খাই তাহলে হার্টের বিভিন্ন রকম সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন।

৫। জ্বর কমাতে সাহায্য করে। আপনি যদি দীর্ঘদিন ধরে জ্বরে ভুগে থাকেন তাহলে শিউলি পাতার চা পান করুন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফলাফল পেয়ে যাবেন।

৬। ত্বকের যত্নে শিউলি ফুলের উপকারিতা রয়েছে। ত্বককে মসৃণ করতে এবং আরও উজ্জ্বল করতে শিউলি ফুলের উপকারিতা লক্ষ করা যায়।

৭। শিউলি ফুলের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট মুখের ব্রন প্রতিরোধ করতে সাহায্য করে। তাই নিয়মিত শিউলি ফুলের পাতা ব্যবহার করতে পারেন।

৮। শরীরের বিভিন্ন রকম ব্যথা কমাতে সাহায্য করে। আমাদের শরীরে অনেক সময় ব্যথা করে এ সময় যদি আপনি শিউলি পাতার রস খান তাহলে ব্যথা কমে যাবে।

৯। ক্ষতস্থান সারাতে সাহায্য করে। শিউলি ফুলের পাতার অন্যতম একটি উপকারী তা হল বিভিন্ন রকমের ক্ষতস্থান অতি দ্রুত সারাতে সাহায্য করে। এর জন্য শিউলি ফুলের পাতা বেটে ক্ষতস্থানে লাগাতে হবে।

১০। অনেক সময় বেশি চিল্লানোর কারণে আমাদের গলার আওয়াজ বসে যাই। এই সময় আপনি শিউলি পাতার রস করে দুই চামচ করে দিনে কয়েকবার খাবেন। এর উপকারিতা দেখতে পাবেন

শিউলি ফুলের ইতিহাস

শিউলি ফুলের অন্য আরেকটি নাম পারিজাত। কৃষ্ণের দুই স্ত্রী সত্যভামা ও রুক্মিণীর খুব ইচ্ছে তাদের বাগানেও শিউলি ফুলের ঘ্রানে ভরে যাক। কিন্তু শিউলি ফুল হলো স্বর্গের ফুল। কৃষ্ণ ঈদের খুশি করতে চাই তাই লুকিয়ে স্বর্গের পারিজাত অর্থাৎ শিউলি ফুল গাছ থেকে একটি দেয়াল ভেঙে নে সত্যভামার বাগানে রোপন করে দেন।

যার ফুল রুক্মিণীর বাগানে ঝরে পড়ে সুগন্ধ ছড়ায়। অন্যদিকে স্বর্গের রাজা ইন্দ্র ঘটনাটি জানার পরে খুবই রাগান্বিত হন। তিনি বিষ্ণু অবতার এর ওপর গোপনে ক্রুদ্ধ ছিলেন। এই কারণে তিনি কৃষ্ণকে শাপ দেন কৃষ্ণের বাগানের পারিজাত বৃক্ষ ফুল দেবে ঠিকই কিন্তু ফল কোনদিন আসবেনা। তার ভিজে কখনো নতুন প্রাণের সঞ্চার হবে না।

আশা করি আপনি শিউলি ফুলের ইতিহাস সম্পর্কে জানতে পেরেছেন। আজকে আমাদের এই পোষ্টের মূল আলোচনার বিষয় ছিল শিউলি ফুলের উপকারিতা সম্পর্কে জানান। যা আপনাকে বিভিন্ন রকম উপকারিতা দেবে।

শিউলি ফুলের ইংরেজি নাম

আমরা সাধারণত শিউলি ফুল কে অনেক পছন্দ করি কারন এর সুগন্ধ অনেক মিষ্টি। যেকোন কাউকে শিউলি ফুলের সুগন্ধ আকৃষ্ট করবে। আমরা ছোটবেলা থেকে এ ফুলের নাম শিউলি ফুল সম্পর্কে জানি। শিউলি ফুলের একটি ইংরেজী নাম রয়েছে। বাংলার সাহিত্যে এবং ঐতিহাসিক সব জায়গায় শিউলি ফুল নাম উল্লেখ করা হয়। শিউলি ফুলের ইংরেজি নাম হল - Night-flowering jasmine. শিউলিফুলের বৈজ্ঞানিক নাম হল - Nyctanthes arbor

শিউলি ফুল নিয়ে ক্যাপশন

বন্ধুরা আমরা ইতিমধ্যে শিউলি ফুল সম্পর্কে অনেকগুলো বিষয় জানতে পেরেছি। শিউলি ফুল আমাদের কাছে অনেক জনপ্রিয় একটি ফল। শিউলি ফুল নিয়ে অনেকগুলো ক্যাপশন রয়েছে। যারা অতিরিক্ত পরিমাণে শিউলিপুর পছন্দ করেন তারা বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে শিউলি ফুল নিয়ে ক্যাপশন দিয়ে থাকেন।

আরো পড়ুনঃ কমলার খোসার ১০টি উপকারিতা এবং অপকারিতা বিস্তারিত জানুন

১। শিউলি, টকটকে লাল চারিধারে শুভ্র খাম, শিউলি ফুল মানে ভালোবাসার আরেক নাম।

শিউলি ফুল ঝরে, তোমার দুচোখ জুড়ে

শিউলি তলার উঠোন, সুগন্ধি মাখা ভোর।

২। এক আকাশ ভর্তি শিউলি এনে দেবো

আমাকে কি ভালোবাসবে?

দু চোখ বোজা প্রেমের জন্য

ঠোঁটকাটা বৃষ্টি খুব দরকার

৩। একটা সুতোই শিউলি ফুল গেঁথে দিলে

লুকিয়ে রাখো তোমার বুকের তিলে

তারপরে কেউ কান্না ভুলে গেলে

দেখিয়ে দিও আমার প্রিয় ঝিল।

৪। আমার শিউলি ফুলের ডালে তোমার আসা যাওয়া

আমার এক রঙা এ ভরে বসন্ত ফিরে চাওয়া।

তোমার রাত জাগা ফুলগুলো আমায় ভালোবাসে

তোমার একলা সন্ধ্যাবেলায় জোনাকিরা সব হাসে।

৫। শিউলি ফুলের মত সুরভিত অঙ্গ

সবুজ পাতার মতো প্রাণ বন্ত তোমার চোখ

কাঠ গোলাপের নাই মায়া মায়া মুখ খানা

তোমার পায়ের আওয়াজ আমার বড্ড চেনা।

৬। শিউলি ফুল, শিউলি ফুল

সে তো ক্ষণিকের ফুল

প্রেম মানে ভুল

এমনি ভুল, রবে নাকো ফুল।

৭। তোমার দেখছো যে ফুল

সে আসল ফুল নয়

সে ঝরা শিউলির মাঝে মরে গেছে

সে মৃত প্রেমিকের নিঃশ্বাস গণে।

৮। শিউলি ফুলের দিনগুলো

খুব একটা ভালো যাচ্ছে না

সুগন্ধি মেখে ভোর আর ফুটছে না

সে এখন আমায় ভালোবাসে না।

৯। এক মুঠো ভরা শিউলি ফুল

অথবা খুলে রাখা কানের দুল

হারিয়ে যাচ্ছো কোথায়?

এখনো বাকি আছে অনেকগুলো ভুল

১০। শিউলির বুকে লাল এর খেলা

আকাশে মেঘের মেলা

কে দিয়েছে শিউলির মালা?

সে বুঝেছে প্রেমের জ্বালা

শিউলি ফুল কখন ফোটে

প্রিয় বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমরা শিউলি ফুলের উপকারিতা সম্পর্কে জেনেছি। ইতিমধ্যে শিউলি ফুল নিয়ে আরো অনেকগুলো বিষয় জেনেছি। সাধারণত দক্ষিণ এশিয়ার দক্ষিণ-পূর্ব থাইল্যান্ড থেকে পশ্চিমে বাংলাদেশ ভারত নেপাল পূর্ব-পাকিস্তান এসব এলাকাতে শিউলি ফুল পাওয়া যায়।

সাধারণত শিউলি ফুল শরৎকালে ফোটে। শিউলি ফুল রাতে ফোটে এবং সকালবেলা ঝরে যায়। ভারতীয় উপমহাদেশে বিশেষ করে হিন্দু সম্প্রদায়েরা শিউলি ফুল কে দূর্গা পূজার আগমনী ফুলের মর্যাদা দেওয়া হয়েছে। শরৎ ও হেমন্ত কালে শিউলি ফুল সকালবেলা অসম্ভব সুন্দর দৃশ্য সৃষ্টি করে।

শিউলি ফুলের ব্যবহার

আমরা ইতিমধ্যেই শিউলি ফুলের উপকারিতা সম্পর্কে জেনেছি। সাধারণত মানুষের বিভিন্ন রকম উপকারে শিউলি ফুল ব্যবহার করা হয়। মানুষের রূপচর্চার জন্য শিউলি ফুল ব্যবহার করা হয়। শরীরের ব্যথা কমানোর জন্য শিউলি ফুলের পাতা খাওয়া যায়। এছাড়া শিউলি ফুলের পাতার আরো অনেক উপকারিতা এবং ব্যবহার রয়েছে।

আরো পড়ুনঃ জাম খাওয়ার দশটি উপকারিতা এবং অপকারিতা জেনে নিন

এছাড়া শিউলি ফুল হলুদ রং তৈরি করতে ব্যবহার করা হয়। সাধারণত শিউলি ফুলের বোঁটা গুলোকে ভালোভাবে শুকিয়ে তারপর সে গুলোকে গুঁড়া করে অর্থাৎ পাউডার করে হালকা গরম পানি দিয়ে মেশালে চমৎকার হলুদ রং তৈরি হয়। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের পূজার কাজে শিউলি ফুল ব্যবহার করা হয়

বাড়িতে শিউলির পাতা এবং ফুলের কাঁধা দিয়ে চা তৈরি করতে ব্যবহার করা হয়। চুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য শিউলি ফুল তেল তৈরি করে তা ব্যবহার করা হয়। কাপড় রং করার জন্য শিউলি ফুল ব্যবহার করা হয়। সুগন্ধি তৈরি করার জন্য শিউলি ফুলের ব্যবহার করা হয়।

শিউলি ফুলের বৈশিষ্ট্য

বন্ধুরা আপনারা ইতিমধ্যে অনেকগুলো বিষয় জানতে পেরেছেন। শিউলি ফুলের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে এটি মানবদেহের জন্য অনেক উপকারী। আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে শিউলি ফুলের পাতার উপকারিতা রয়েছে। শিউলি ফুলের পাতা এবং তুলসী পাতা একসঙ্গে খেলে এর প্রচুর পরিমাণ এর উপকারিতা পাওয়া যায়।

শিউলি গাছ নরম ধূসর ছাল বা বাকল বিশিষ্ট হয়। শিউলি ফুলের গাছ ১০ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। শিউলি ফুলের গাছের পাতাগুলো ৬-৭ সেন্টিমিটার লম্বা এবং সমান্তরাল প্রান্তের বিপরীতমুখী থাকে। শিউলি ফুল সাধারণত সুগন্ধি জাতীয় গাছ। শিউলি ফুলে রয়েছে ৫ থেকে ৭ টি সাদা বৃতি এর মাঝে লালচে এবং কমলা রংয়ের বৃত্ত। শিউলি ফুলের ফল চ্যাপ্টা এবং বাদামী রঙের হয়।

উপসংহারঃ শিউলি ফুলের উপকারিতা - শিউলি ফুলের ইতিহাস

প্রিয় বন্ধুরা আজকের এই পোস্টে আমরা শিউলি ফুলের উপকারিতা, শিউলি ফুলের ইতিহাস, শিউলি ফুলের বৈশিষ্ট্য, শিউলি ফুলের ইংরেজি নাম শিউলি ফুল নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। আশা করি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই পোস্ট পড়ে শিউলি ফুলের উপকারিতা জানতে পেরেছেন। আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ।২০৮৭৬ 

Post a Comment (0)
Previous Post Next Post