শিউলি ফুল নিয়ে কবিতা রচনা হয়েছে অনেক। শিউলি ফুল আমাদের কাছে একটি অধিক পছন্দনীয় ফুল। বিশেষ করে শীতের সকালে এ ফুল বেশি দেখা যায়। শিউলি ফুলের গন্ধে চারিদিক ছড়িয়ে পড়ে। এখন আমরা শিউলি ফুল নিয়ে কবিতা এর সাথে শিউলি ফুল নিয়ে স্ট্যাটাস সম্পর্কে জানব। আমাদের মধ্যে অনেকেই আছে যারা শিউলি ফুল নিয়ে কবিতা পড়তে পছন্দ করে।
আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে শিউলি ফুল নিয়ে কবিতা গুলো জানতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শিউলি ফুল নিয়ে কবিতা এবং শিউলি ফুল নিয়ে স্ট্যাটাস সম্পর্কে আলোচনা শুরু করা যাক।
কনটেন্ট সূচিপত্রঃ শিউলি ফুল নিয়ে কবিতা - শিউলি ফুল নিয়ে স্ট্যাটাস
- শিউলি ফুল নিয়ে কবিতা - শিউলি ফুল নিয়ে স্ট্যাটাসঃ ভূমিকা
- শিউলি ফুল নিয়ে কবিতা - শিউলি ফুলের কাব্য
- শিউলি ফুল নিয়ে স্ট্যাটাস
- শিউলি ফুল নিয়ে গান
- শিউলি ফুলের ছন্দ
- শিউলি ফুল নিয়ে উক্তি
- উপসংহারঃ শিউলি ফুল নিয়ে কবিতা - শিউলি ফুল নিয়ে স্ট্যাটাস
শিউলি ফুল নিয়ে কবিতা - শিউলি ফুল নিয়ে স্ট্যাটাসঃ ভূমিকা
শিউলি ফুল পছন্দ করেনা এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। শিউলি ফুল যেমন তার সৌন্দর্য দিয়ে আমাদের মুগ্ধ করে ঠিক তেমন তার অনেক উপকারিতা রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। শিউলি ফুল অথবা শিউলি ফুলের পাতার গুনাগুন রয়েছে অনেক। এগুলো আমাদের পোস্টের মূল আলোচনার বিষয় নয়। আমাদের পোস্টের মূল আলোচনার বিষয় হলো শিউলি ফুল নিয়ে কবিতা গুলো সম্পর্কে জানা। তো চলুন বন্ধুরা শিউলি ফুল নিয়ে কবিতা গুলো জেনে নেওয়া যাক।
শিউলি ফুল নিয়ে কবিতা - শিউলি ফুলের কাব্য
আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ রয়েছে যারা শিউলি ফুল পছন্দ করে। শীতের সময় যখন সকাল বেলা শিউলি ফুল গাছের নিচে পড়ে থাকে তখন সেগুলো নিয়ে মালা তৈরি করে। আবার অনেকে আছে যারা শিউলি ফুল নিয়ে কবিতা পড়তে অনেক পছন্দ করে। আপনি যদি শিউলি ফুল নিয়ে কবিতা পড়তে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন।
আরো পড়ুনঃ রোজার সেহরি নিয়ে ছন্দ - রোজার ইফতার নিয়ে ছন্দ
শিউলি ফুল নিয়ে কবিতাঃ
সাতসকালে হিম পড়েছে,
দূর্বাঘাসের কাছে, শিশির পড়েছে ফুল ঝরছে
মনটা আমার নাচে।
বুকটা করে দুরু দুরু আয়রে সখীর দল
শিশির ভেজা খালি পায়ে শিউলি তলায় চলে।
ফুল কুড়াবি মালা গাথবি কাকে দিবি বল?
মালা গেথে রাখব খোপায়
করিস না তো ছল।
শিউলি ফুলের গন্ধে মাতাল
বইছে তাদের মালা
মালা গাথবো বালা বানাবো
কাটবে শরৎ বেলা।
শিউলি ফুল নিয়ে কবিতাঃ
শিশির ভেজা ফুল ঝরছে
শিউলি গাছের তলে
কে কে যাবি ফুল কুড়াতে
আয় ছুটে দল বলে
ফুল কুড়াবো থলে ভরে
গাথবো গলায় মালা
চুলের খোপায় রাখবো গুঁজে করব হাতের বালা।
শিউলি ফুলের গয়না হবে
গন্ধে মাতাল করা
সেই লোভে কাল ফুল কুড়াবে
আজ আসিনি যারা।
শিউলি ফুল নিয়ে কবিতাঃ
শিউলি ফুল শিউলি ফুল
সবার সাথী তুমি।
তোমার গন্ধে ত্রিভুবন পাই নতুন জীবন।
তোমার ছোঁয়ায় শিশির ভেজা ঘাসেরা পাই নতুন পরিচয়।
তোমার জন্য শান্ত ভোরের স্নিগ্ধ আলো এসে ভরিয়ে দেই সব দুঃখ কষ্টের অবসান।
শিউলি ফুল শিউলি ফুল
তুমি শরতের ফুলের রাজা
তুমিই দূর্গা পূজার আসার আগমনী
শিউলি ফুল শিউলি ফুল
তাই তো আমি তোমায় ভালোবাসি
শিউলি ফুল নিয়ে কবিতাঃ
প্রতিটি কমলা রঙের ভরে,
তোমার চোখের পাতায় তিনটি চুম্বন দিলে,
বিশ্বাস করো শিউলির গন্ধ পাই
ভোরের ওই আশ্চর্য সময়টুকুই তাই বেছে নেই
শুধু আশ্বিন নয় সারাবছর, সারা জীবন
তোমার স্বপ্ন আঁখি পল্লবে শিউলি ফোটে।
ভাগ্যিস তুমি জানতে পারোনা
হাজার মাইল দূরে থাকলেও রাতের পাগল ডাকহরকরা তোমাকে ভোরের আগে।
তোমার দরজায় পৌঁছে দিয়ে যাই।
আর তখন ভোরের প্রথম ছোট্ট পাখির কিচিরমিচির।
সূত্রঃ hinditrust.in
শিউলি ফুল নিয়ে স্ট্যাটাস
প্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যে শিউলি ফুল নিয়ে কবিতা আবৃত্তি করেছি। আশাকরি উক্ত কবিতা গুলো আপনাদের ভালো লাগবে। আপনারা যারা শিউলি ফুল নিয়ে কবিতা পছন্দ করেন তারা উপরোক্ত কবিতা গুলো পড়তে পারেন এখন আমরা শিউলি ফুল নিয়ে স্ট্যাটাস সম্পর্কে জানব। আমাদের মধ্যে অনেকেই আছে যারা শিউলি ফুল নিয়ে স্ট্যাটাস দিতে পছন্দ করে।
আরো পড়ুনঃ বৃষ্টি নিয়ে রোমান্টিক কবিতা - বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস
শিউলি ফুল নিয়ে স্ট্যাটাসঃ
এক আকাশ ভর্তি শিউলি এনে দেবো
আমাকে কি ভালোবাসবে?
দু চোখ বোজা প্রেমের জন্য
ঠোঁটকাটা বৃষ্টি খুব দরকার
শিউলি ফুল নিয়ে স্ট্যাটাসঃ
শিউলি ফুলের মত সুরভিত অঙ্গ
সবুজ পাতার মতো প্রাণ বন্ত তোমার চোখ
কাঠ গোলাপের নাই মায়া মায়া মুখ খানা
তোমার পায়ের আওয়াজ আমার বড্ড চেনা।
শিউলি ফুল নিয়ে স্ট্যাটাসঃ
একটা সুতোই শিউলি ফুল গেঁথে দিলে
লুকিয়ে রাখো তোমার বুকের তিলে
তারপরে কেউ কান্না ভুলে গেলে
দেখিয়ে দিও আমার প্রিয় ঝিল।
শিউলি ফুল নিয়ে স্ট্যাটাসঃ
শিউলির বুকে লাল এর খেলা
আকাশে মেঘের মেলা
কে দিয়েছে শিউলির মালা?
সে বুঝেছে প্রেমের জ্বালা
শিউলি ফুল নিয়ে স্ট্যাটাসঃ
শিউলি ফুলের দিনগুলো
খুব একটা ভালো যাচ্ছে না
সুগন্ধি মেখে ভোর আর ফুটছে না
সে এখন আমায় ভালোবাসে না।
শিউলি ফুল নিয়ে স্ট্যাটাসঃ
আমার শিউলি ফুলের ডালে তোমার আসা যাওয়া
আমার এক রঙা এ ভরে বসন্ত ফিরে চাওয়া।
তোমার রাত জাগা ফুলগুলো আমায় ভালোবাসে
তোমার একলা সন্ধ্যাবেলায় জোনাকিরা সব হাসে।
শিউলি ফুল নিয়ে স্ট্যাটাসঃ
শিউলি ফুলের গন্ধ
কাশফুলে হল শুভ্র পাহাড়
পদ্ম ভাসছে দীঘির জলে
শরতের আকাশে জুড়ে ওইযে দেখো মেঘের পাহাড়।
শিউলি ফুল নিয়ে স্ট্যাটাসঃ
শিউলি ফুল, শিউলি ফুল
সে তো ক্ষণিকের ফুল
প্রেম মানে ভুল
এমনি ভুল, রবে নাকো ফুল।
শিউলি ফুল নিয়ে স্ট্যাটাসঃ
এক মুঠো ভরা শিউলি ফুল
অথবা খুলে রাখা কানের দুল
হারিয়ে যাচ্ছো কোথায়?
এখনো বাকি আছে অনেকগুলো ভুল
শিউলি ফুল নিয়ে স্ট্যাটাসঃ
তোমার দেখছো যে ফুল
সে আসল ফুল নয়
সে ঝরা শিউলির মাঝে মরে গেছে
সে মৃত প্রেমিকের নিঃশ্বাস গণে।
শিউলি ফুল নিয়ে স্ট্যাটাসঃ
রাতের শিউলি ঝরে ভরে
পড়ে থাকে ওই ভূমি তলে
শিউলি বিছানো এই পথে যেন
মায়ের আগমনের কথা বলে
শিউলি ফুল নিয়ে গান
প্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যে শিউলি ফুল নিয়ে কবিতা এবং শিউলি ফুল নিয়ে স্ট্যাটাস সম্পর্কে জেনেছি। এখন আমরা শিউলি ফুল নিয়ে গান সম্পর্কে জানব। শিউলি ফুল নিয়ে অনেক গান তৈরি হয়েছে যারা শিউলিফুল অনেক পছন্দ করে তাঁরা শিউলি ফুল নিয়ে গান শুনতে পছন্দ করে। আপনি ইউটিউবে গিয়ে শিউলি ফুলের গান লিখে সার্চ করলে অসংখ্য গান পেয়ে যাবেন।
আরো পড়ুনঃ মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন - মেঘলা আকাশ নিয়ে কবিতা
শিউলি ফুল শিউলি ফুল, কেমন ভুল, এমন ভুল।।
রাতের বায়, কোন মায়ায়, আনিল হায় বনছায়ায়
ভোর বেলায় বারে বারেই ফিরিবারে হ্লি ব্যাকুল
কেন রে তুই উন্ননা! নয়নে তোর হিমকণা।
কোন ভাষায় চাস বিদায়, গন্ধ তোর কি জানায়
সঙ্গে হায় পলে পলেই দলে দলে যায় বকুল।।
সংগ্রহঃ tagoreweb
শিউলি ফুলের ছন্দ
অনেকেই ছন্দ পছন্দ করে। ছন্দ তৈরি করতে ছন্দ বানাতে, বিশেষ করে ছন্দ পড়তে পছন্দ করে এরকম মানুষ আমাদের মধ্যে রয়েছে। শিউলি ফুলের ছন্দ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা শেয়ার করে থাকে। তাই এখন আমরা শিউলি ফুলের ছন্দ সম্পর্কে জানব।
একটা সুতোই শিউলি ফুল গেঁথে দিলে
লুকিয়ে রাখো তোমার বুকের তিলে
তারপরে কেউ কান্না ভুলে গেলে
দেখিয়ে দিও আমার প্রিয় ঝিল।
তোমারা দেখছো যে ফুল সে আসল ফুল নয়
সে ঝরা শিউলির মাঝে মরে গেছে
সে মৃত প্রেমিকের নিঃশ্বাস গণে
শিউলি ফুল কেউ খোপায় পরে না কিন্তু তুমি পড়ো,
আমার জন্য পড়ো এজন্যই তোমাকে ভালোবাসি
তবে আজ হোক শিউলি ফুলের মালায় বানভাসি
শিউলি ফুল নিয়ে উক্তি
আমরা ইতিমধ্যে শিউলি ফুল নিয়ে কবিতা, শিউলি ফুল নিয়ে স্ট্যাটাস এসকল বিষয় সম্পর্কে জেনেছি। আপনারা যারা শিউলি ফুল নিয়ে উক্তি সম্পর্কে জানতে চান তারা এখন জানতে পারবেন। শিউলি ফুল নিয়ে উক্তি রয়েছে অনেকগুলো তাহলে চলুন শিউলি ফুল নিয়ে উক্তি গুলো জেনে নেওয়া যাক।
শিউলি ফুল নিয়ে উক্তিঃ
তোমরা দেখেছো যে ফুল
সে আসল ফুল নয়
সে ঝরা শিউলির মাঝে মরে গেছে
সে মৃত প্রেমিকের নিঃশ্বাস গণে
শিউলি ফুল নিয়ে উক্তিঃ
শিউলি ফুল শিউলি ফুল
সে তো ক্ষনিকের ফুল
প্রেম মানে ভুল
এমনই ভুল হবে নাকো ফুল
শিউলি ফুল নিয়ে উক্তিঃ
প্রতিটি ফুলের ওটার জন্য তার নির্দিষ্ট সময়ে রয়েছে --- কেন পেটি
ফুল কিন্তু সবসময় পরিষ্কার জায়গায় নাও করতে পারে ---- মেরি ডে
ফুল হলো ভালোবাসার মতো, একে বাড়তে দেয়া উচিত --- জন লেনন
প্রেম হল ফুলের মত আর বন্ধুত্ব হল আশ্রয়দাতা গাছের মত --- স্যামুয়েল টেলর কোলেরিজ
উপসংহারঃ শিউলি ফুল নিয়ে কবিতা - শিউলি ফুল নিয়ে স্ট্যাটাস
প্রিয় বন্ধুগণ আমরা এই আর্টিকেলে শিউলি ফুল নিয়ে কবিতা, শিউলি ফুল নিয়ে স্ট্যাটাস, শিউলি ফুল নিয়ে গান, শিউলি ফুলের ছন্দ এই সবগুলো বিষয় আলোচনা করেছি। আশা করি আপনি আমাদের এই পোস্ট থেকে আপনার কাংখিত ফলাফল পেয়ে গিয়েছেন। আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ।২০৮৭৬